
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
সালাউদ্দিন সালামকে সভাপতি ও মিজানুর রহমান মাহবুবকে সাধারণ সম্পাদক করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. সারোয়ার পারভেজ (বাবু) মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন সালামকে সভাপতি ও মুভি বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মাহবুবকে সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটি ঘোষনা করা হয়।জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মো.সারোয়ার পারভেজ (বাবু) ও সাধারণ সম্পাদক মো. শফিকুল হক খান মিল্কি স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেয়া হয়।এর আগে গত ২৩ সেপ্টেম্বর একাধিক কারণ দেখিয়ে পূর্বের কমিটি বাতিল করে উক্ত জেলা কমিটি।
প্রসঙ্গত, আগামী এক মাসের মধ্যে উক্ত উপজেলা কমিটির পূর্ণ কমিটি গঠন করে জেলা বরাবর প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে।
