সর্বশেষ
15 Nov 2025, Sat

ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব শিক্ষকের যেমন রয়েছে,তেমনি রয়েছে অভিভাবকেরও – ড.রফিকুল ইসলাম হিলালী

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা,পড়াশোনায় অমনোযোগী কিনা,তাদের সময়টা কিভাবে ব্যয় করছে ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব শিক্ষকের যেমন রয়েছে, তেমনি অভিভাবকেরও আছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত প্রতিষ্ঠানের এডহক ম্যানিজিং কমিটির সভাপতি মো.কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের পরিচালনায়,শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,আমিও মফস্বল থেকে পড়াশোনা করেছি।কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও কেন্দুয়া সরকারি কলেজ থেকে পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।পরবর্তীতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করি।কেন্দুয়ার অসংখ্য ছেলে -মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, দেশের গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছে। তোমরাও পারবে।তোমারাই আগামী বাংলাদেশ বিনির্মানের কারিগর।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহসভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *