
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি প্রকৌশলী আল আমিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদেকুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার ভদ্র, সাধারণ সম্পাদক সজল সরকারসহ সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
