সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন ফায়ার সার্ভিস কর্মী শামীম

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিস কর্মী(ফায়ার ফাইটার)কেন্দুয়ার শামীম আহমেদ রুকেল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এ মর্যাদা দেয়া হয় তাঁকে।পরে সমাহিত করা হয় পারিবারিক কবর স্থানে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল,ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় লোকজন।

উল্লেখ্য,মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শামীম।এর আগে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *