
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের আটাশিয়া মাইজকান্দি গ্রামের হতদরিদ্র মো.জুয়েল মিয়ার (২৫) চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করা হয়েছে।তবে চোর পালালো টের পেয়ে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে আটাশিয়া মাইজকান্দি গ্রামের লোকজন ও একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নেত্রকোণার বারহাট্টা উপজেলার নওহাটা বাজার থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় লোকজন উদ্ধার করে গরুগুলো। স্থানীয় সূত্র আরো নিশ্চিত করেন যে, মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রহিছ উদ্দিনের ছেলে আবুল ও ভুক্তভোগী মো. জুয়েল মিয়ার আপন ফুফাতো ভাই রুমান এই চুরির সাথে জড়িত।এই দুজনের কাছ থেকেই উদ্ধার করা হয় ৩টি গরু।
ভুক্তভোগী মো.জুয়েল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি আবুল ও রুমান এই চুরির সাথে জড়িত। তিনি আরো বলেন, নওহাটা বাজারের দিন গুরুগুলো পাওয়া যেতে পারে আমাকে একজন বলেছিলো। পরে আমি বাজারে গিয়ে গরুগুলো পাই।কিন্তু ওদেরকে আর পাই নি।ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মৃত মোসলিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোর বা একাধিক চোরের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বসতঘরের দক্ষিণপার্শ্বে ছনের গোয়ালঘর থেকে গত (১৩ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাত যেকোন সময় এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মো.আব্দুল আউয়াল মুঠোফোনে জানান, গরুগুলো উদ্ধার হয়েছে ইতিমধ্যে অবগত হয়েছি।তিনি আরো বলেন, অভিযোগকারী মামলা করবেন না বলে জানিয়েছেন।
