সর্বশেষ
15 Nov 2025, Sat

আটপাড়ায় গ্রাম পুলিশের মাঝে পোষাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর)সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়৷

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান প্রমুখ।

এ সময় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,গ্রাম পুলিশ গ্রামীণ শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রথম সারির যোদ্ধা। আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে গ্রামীণ সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।গ্রাম পুলিশের সহযোগিতায় আদর্শ সমাজ গঠন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *