সর্বশেষ
15 Nov 2025, Sat

আটপাড়ায় টাইফয়েড প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত 

ইকবাল ভূইয়া,আটপাড়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়ায় সোমবার(২২ সেপ্টেম্বর) ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রশিক্ষণ হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল,অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান,মাওলানা মফিজুর রহমান,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই টিকা কার্যক্রম শুরু হবে আগামী ১২ অক্টোবর ১৮ কর্মদিবস পর্যন্ত।

৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সের কম শিশু ও কিশোরদের রেজিষ্ট্রেশন এর মাধ্যমে ১(এক) ডোজ করে টিকা বিনামূল্যে দেয়া হবে ।শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ০১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। 

আটপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলায় ১৬৮টি ভেন্যুতে টিকা প্রদান করা হবে। এ পর্যন্ত উপজেলায় ১৩ হাজার ১শত ৬৩ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *