
ইকবাল ভূইয়া,আটপাড়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়ায় সোমবার(২২ সেপ্টেম্বর) ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রশিক্ষণ হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল,অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান,মাওলানা মফিজুর রহমান,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই টিকা কার্যক্রম শুরু হবে আগামী ১২ অক্টোবর ১৮ কর্মদিবস পর্যন্ত।
৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সের কম শিশু ও কিশোরদের রেজিষ্ট্রেশন এর মাধ্যমে ১(এক) ডোজ করে টিকা বিনামূল্যে দেয়া হবে ।শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ০১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
আটপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলায় ১৬৮টি ভেন্যুতে টিকা প্রদান করা হবে। এ পর্যন্ত উপজেলায় ১৩ হাজার ১শত ৬৩ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।
