সর্বশেষ
15 Nov 2025, Sat

মানব পাচারের মামলায় গ্রেফতার চীনা নাগরিকসহ দুজনের রিমান্ড শেষ:বেরিয়ে এলো আরেক চীনা নাগরিকের নাম

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বিয়ের ফাঁদে ফেলে মানব পাচারের মামলায় চীনা এক নাগরিকসহ গ্রেফতার দুজনের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে ২১ সেপ্টেম্বর(রবিবার)।বেরিয়ে এলো আরেক চীনা নাগরিকের নাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া থানা কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,জিজ্ঞাসাবাদে জনা গেছে,গ্রেফতারকৃতদের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশী লিমা ও সুমাই নামে দুজনকে চীনে পাচার করা হয়েছে। তারাও এই মামলার আসামী। এর সাথে অন্য আসামী আরেক চীনা নাগরিক ইলা ও বাংলাদেশের সাগর নামে দুজনও জড়িত। মূলত চীনা নাগরিক ইলার মাধ্যমেই গ্রেফতারকৃত চীনা নাগরিক লি ওই হাও ( Li Wei Hao)এ দেশে আসেন।তাই ইলা ও তার দোভাষী সাগরকে গ্রেফতার করতে পারলেই আরো বিশদ জানা যাবে। কেননা, মনে হচ্ছে তারা দুজনেই এই চক্রের মূল হোতা। তিনি আরো বলেন, মামলার মোট ৬জন আসামির মধ্যে গ্রেফতারকৃত দুজন ছাড়া বাকীদের ঠিকানা প্রায় অজ্ঞাত।এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪/৫ জনকে। সব মিলিয়ে আমরা আমাদের তদন্ত ও পুলিশী কার্যক্রম গুরুত্বের সাথে অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌরসভার সলফ কমলপুর থেকে চীনা নাগরিক লি ওই হাও ( Li Wei Hao) ও কুড়িগ্রামের মো. ফরিদুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করে ও ভুক্তভোগী তিনকে উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ।পরে ঐ দিনই ভুক্তভোগী আলফা আক্তারের বাবা রুবেল মিয়া একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *