
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সারা দেশের ন্যায় এই প্রথম মোট নব্বই হাজার ছয়শত পঁচাশি(৯০,৬৮৫) জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,এ ক্যাম্পেইনে মোট ৩১২টি সাব সেন্টার বা অস্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১টি স্থায়ী কেন্দ্রে ৯০ হাজার ৬ শত ৮৫ জন শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে ইতোমধ্যে প্রায় ২১হাজার । ক্যাম্পেইনের প্রথম দশ (১০) দিন স্কুল পর্যায়ে প্লে-নার্সারি হতে ৯ম শ্রেণীর বাচ্চাদের জন্যে চলবে। পরবর্তী আট (৮) দিন কমিউনিটি শিশুদের এই টিকা দেওয়া হবে। যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত।
সূত্রটি আরো জানায়, কোন স্কুল পড়ুয়া বাচ্চার বয়স পনেরো (১৫)বছরের উর্ধ্বে হলে জন্ম নিবন্ধন নাম্বার স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমাদান পূর্বক তাদের হোয়াইট লিস্টের পর ডেস্ক ইপিআই তে রেজিষ্ট্রেশন করতে হবে। অন্যদিকে কারো জন্ম নিবন্ধন না থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডমিন পোর্টাল হতে ম্যানুয়াল রেজিষ্ট্রেশনও করা যাবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাঈম হাসান বলেন, আমরা ইতিমধ্যে সব রকমের প্রশিক্ষণ শেষ করেছি। আগামী ২৪ সেপ্টেম্বর উপজেলা সমন্বয় কমিটির এ্যাডভোকেসি সভার সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরো বলেন, টাইফয়েড একটি পানি বাহিত রোগ।সাধারণত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদেরই বেশি হয়ে থাকে। তাই এই টিকার গুরুত্ব অনেক। তাছাড়া টিকাটির কার্যকারিতাও ৫-৭ বছর এবং এর কোন নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।
