
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১১ নং চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ঘটনাটি শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে ঘটেছে।
জানা যায়, চিথোলিয়া গ্রামের “মৌজা চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতি”এর সাবেক সভাপতি মো:আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মো:হিরণ মিয়া শনিবার সমিতির আয়-ব্যয়ের হিসাব চাইতে গেলে অন্যান্য সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়।একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, সমিতির সাবেক সভাপতি/সম্পাদক দীর্ঘদিন ধরে সমিতির টাকা আত্মসাৎ করে আসছেন। বিষয়টি প্রকাশ পাওয়ায় সমিতির সভাপতি/ সম্পাদকের কাছে আয়-ব্যায়ের হিসাব চাওয়াতে তারা ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষ আজাদের বসত বাড়িতে হামলা চালায়।
এ সময় বাঁধা দিতে এলে আজাদ সহ বেশ কয়েকজন আহত হন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি, এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূস রহমান রনি মুঠোফোনে জানান, চিথোলিয়া মৌজা সমাজকল্যাণ উন্নয়ন সমিতির উদ্যোগে কিছু রাস্তা নির্মাণের বিষয়ে সাবেক সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেন সমিতির অন্যান্য সদস্যরা।শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষে সরেজমিনে তদন্তে যায়।পরে জানতে পারি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিহির দাস জানান, খবর পেয়ে আমি সহ কেন্দুয়া থানা পুলিশের অন্যান্য সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
