সর্বশেষ
15 Nov 2025, Sat

মদনে ইয়াবা কারবারি ডাকাতি মামলায় গ্রেফতার

মদন( নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোণার মদনে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডাকাতি মামলার আসামী আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করেছে সেনা বাহিনীর টহল টিম।বুধবার(১৭ সেপ্টেম্বর)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মদন- কেন্দুয়া সড়কে জাহাঙ্গীরপুর চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ইয়াবা কারবারি মাদক সম্রাট ইউনিয়ন বিএনপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যবসা করে আরিফ দুটি বাস ও একটি আলিশান বাড়ি নির্মাণ করে। ২০১৩ সালে গাইবান্ধায় একটি ডাকাতির ঘটনায় আরিফকে আসামি করা হয়। এ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল আরিফ।বুধবার সেনাবাহিনীর একটি টিম পৌর সদরের চৌরাস্তা মোড়ে চট্রগ্রাম গামী তার নিজের বাস মাইজ ভান্ডারি নামক পরিবহন থেকে মদন সেনাবাহিনী বিএ-১১৯৪৯ লে: মো: শাহরিয়ার আহমেদ এর নেতৃত্বে একটি টহল টিম ঘটনাস্থলে গমন করে ও মদন জাহাঙ্গীরপুর চৌরাস্তার মোড় থেকে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করে পুলিশের হাতে হস্তান্তর করেন।

লে: মো: শাহরিয়ার আহমেদ বলেন,কুখ্যাত মাদক ব্যাবসায়ী আরিফুল ইসলাম আরিফকে ক্যাম্প এফআইইউ এর তথ্যের ভিত্তিতে মাইজ ভান্ডারি পরিবহনে অবস্থান সনাক্ত হয়।এ সময় আমার নেতৃত্বে মদন আর্মির একটি টহল টিম ঘটনাস্থলে গমন করে ও মদন পৌর বাজার সংলগ্ন এলাকায় অপরাধীকে আটক করি। পরবর্তীতে অপরাধীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উক্ত অপরাধীর নামে ডাকাতি, মাদক কারবারসহ একাধিক অভিযোগে এরেস্ট ওয়ারেন্ট জারি আছে এবং পুলিশ দীর্ঘদিন যাবত আসামীকে ধরার চেষ্টা চালাচ্ছিল।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, গাইবান্ধায় ২০১৩ সালের একটি ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিল আরিফুল ইসলাম আরিফ। এই মামলায় মূলত তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *