সর্বশেষ
15 Nov 2025, Sat

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি,মোহনগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার মোহনগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি(বিসিডিএস),মোহনগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৫ সেপ্টেম্বর)সকাল ১১ ঘটিকায় মোহনগঞ্জের আর্নিক টাওয়ারে মোহনগঞ্জ বিসিডিএস এর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মোহনগঞ্জ বিসিডিএস এর সভাপতি জ্যোতি লাল রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোণা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ।

এছাড়া বক্তব্য প্রদান করেন বিসিডিএস,নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ,সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় (রিন্টু),সদস্য মোঃমোজাম্মেল হক সবুজ, সদস্য প্রণব রায় রাজু, সদস্য মোঃ আনোয়ার হোসেন,বিসিডিএস, মোহনগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি এম আর ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মাখন গুপ্ত প্রমুখ।

মতবিনিময় সভায় ঔষধের মান নিয়ন্ত্রণ, নকল ঔষধ প্রতিরোধ, বৈধ ঔষধ ব্যবসার গুরুত্ব, লাইসেন্স নবায়ন, এবং ড্রাগ লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলার ওপর জোর দেওয়া হয়।উক্ত সভায় ঔষধ ব্যবসায়ীদেরকে দিকনির্দেশনা দেওয়া হয় যাতে তারা আইন মেনে ব্যবসা পরিচালনা করেন এবং জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *