
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বাশাটী উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা স্কুলে আসা-যাওয়ার পথে সংঘবদ্ধ একদল উত্যক্তকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গড়াডোবা ইউনিয়নে উক্ত স্কুলে সরেজমিনে গিয়ে জানা যায়, বহিরাগত স্থানীয় বখাটেরা প্রায় সময়ই স্কুলে ঢুকে অকারণে সময় পার করা তাদের আসা যাওয়ার পথে উত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১৪ সেপ্টেম্বর স্কুল চত্বর ও বারান্দায় এই হামলার শিকার হয় ৯ম শ্রেণির শিক্ষার্থী আনোয়ার (১৫) । স্কুলের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা হলে এর সত্যতাও মিলে ।
উক্ত ঘটনার পরপরই রবিবার (১৪ সেপ্টেম্বর) আহত শিক্ষার্থীর বাবা মোঃ হাবিবুর রহমান (৪৮) ৬ জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন ।
অভিযুক্তরা হলেন, ১। জয় মিয়া (২০), পিতাঃ দুদু মিয়া, সাং- বাশাটী (লক্ষীনগর), ২। সাগর মিয়া (২২), পিতাঃ আবুল খা ৩। মোস্তাকিন (১৬), পিতা-হাদি মিয়া, ৪। জিসান, (২০), পিতা, সবুজ মিয়া ৫। মাসুদ (১৮), পিতা- জুয়েল মিয়া ৬। নূরু মিয়া (২০), পিতা -খুশিদ মিয়া, সর্বসাং- বাশাটী লক্ষীনগর, ইউ.পি. গড়াডোবা, থানা -কেন্দুয়া, জেলা – নেত্রকোনা ।
সাক্ষী করা হয়েছে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক কাজিম উদ্দিন, ফারুক মাস্টার ও মাহাবুবসহ মোট ৫ জনকে ।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিবাদীগণ পরস্পর একদলভূক্ত, উত্যক্তকারী, সন্ত্রাসী ধরণের । বাশাটী উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা স্কুলে আসা-যাওয়ার পথে বিবাদীগণ সংঘবদ্ধভাবে উত্যক্ত করতো । আনোয়ার এর প্রতিবাদ করায় বিবাদীদের সাথে শত্রুতা সৃষ্টি হয় । পরে পরিকল্পিতমতে লাঠি দিয়ে আনোয়ারকে গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৩.০০ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠে ঘেরাও করিলে আত্মরক্ষার্থে দৌড়াইয়া স্কুল ভবনে গিয়া আশ্রয় নেয় । বিবাদীগণ পিছু ধাওয়া করিয়া বিবাদী জয় মিয়ার নেতৃত্বে স্কুল গৃহে প্রবেশ করিয়া তার উপর হামলা করে বেধড়ক মারপিট করিয়া নাকে, মুখে দাগযুক্ত নীলাফুলা জখম করে । স্কুলের শিক্ষকগণ তার জীবন রক্ষা করে । নতুবা মারিয়া ফেলিত । বিবাদীগণ চলিয়া যাওয়ার সময় হুমকি দেয় যে, ভবিষ্যতে আনোয়ারকে যেখানে পাইবে খুন করিয়া ফেলিবে । বিাবদীগণের কার্য্যতায় প্রতি মুহুর্তে আনোয়ার প্রাণ নাশের আশংকা বিদ্যমান আছে । কখন কি হয় বলা যায় না ।
আহত আনোয়ারের বাবা মোঃ হাবিবুর রহমান বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে আহত করা হয়েছে । আমি এর সঠিক বিচারের দাবি জানাই । তিনি আরো বলেন, বর্তমানে আমার ছেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি । ঘটনা তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
★কোহিনূর আলম,
০১৭১৮০৯০১১৭,
