সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় তিন নারীকে পাচারের সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে চীনে পাচারের সন্দেহে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে কেন্দুয়া থানার পুলিশ।

রবিবার(১৪ সেপ্টেম্বর)দিবাগত রাতে কেন্দুয়া পৌর সদরের সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটার দিকে সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে একজন চীনা নাগরিক ও অপরজন বাংলাদেশী নাগরিকসহ স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার গ্রামেন্টসকর্মী কন্যা, তার খালাতো বোন ও তার বান্ধবী জামালপুরের এক কিশোরী কন্যা আসে।

পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে তারা চীন চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে আসে। চীনা নাগরিকের সাথে রুবেল মিয়ার কন্যার বিয়ে হয়েছে বলে জানতে পেরে পরিবার ও স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়।

স্থানীয়রা কেন্দুয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরী, এক চীনা নাগরিকসহ এক বাংলাদেশীকে সেখানে দেখতে পায়।প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হলে বাড়ির মালিক রুবেলের হেফাজতে তিন কিশোরীকে রেখে চীনা নাগরিক লি ওয়েইহাও এবং অপরজন বাংলাদেশী নাগরিক কুড়িগ্রাম জেলার রাজারহাটের আঃ হানিফ মিয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৫) কে আটক করে এবং ভোররাত চারটার দিকে প্রাইভেটকারসহ কেন্দুয়া থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী কিশোরীরা জানায়, তারা ঢাকা মালেকের বাড়ীতে থেকে গ্রামেন্টেসে চাকুরী করে।সেখান থেকে আরও দুই বান্ধবী এভাবে বিয়ে করে কিছুদিন আগে চীন চলে গেছে।সেখান থেকে তাদের সাথে কথাও হয়েছে। তাই তারাও পাসপোর্ট করেছে এভাবে বিয়ে করে তারা চীন চলে যাবে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে সলফ কমলপুর থেকে একজন চীনা নাগরিক ও একজন বাংলাদেশীকে আটক করা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *