সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়ায় হতদরিদ্র জুয়েল মিয়ার ৩ টি গরু চুরি,থানায় লিখিত অভিযোগ দায়ের

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নের আটাশিয়া মাইজকান্দি গ্রামের হতদরিদ্র মোঃজুয়েল মিয়ার (২৫) ৩টি গরু চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) মৃত মোসলিম উদ্দিনের ছেলে মোঃ জুয়েল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোর বা একাধিক চোরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বসতঘরের দক্ষিণপার্শ্বে ছনের গোয়ালঘর থেকে গত (১৩ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাত যেকোন সময় এ চুরির ঘটনা ঘটে।

এতে আরো উল্লেখ করা হয়, ছনের গোয়াল ঘরের আঙ্গীনায় চুপি চুপি প্রবেশ করে বাঁশের ঝাপ দরজা খুলে গোয়ালঘরে প্রবেশ করে আনুমানিক সর্বসাকুল্যে ৩ লাখ ২০হাজার টাকা মূল্যের ০৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর বা চোরেরা।

ভুক্তভোগী মোঃজুয়েল মিয়া কেঁদে কেঁদে বলেন,গরুগুলোই ছিলো আমার শেষ সম্বল। কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে আমি পথে বসে গেলাম। তিনি আরো বলেন, গত ২৯ জুলাই জমি সংক্রান্ত জেরে আমার ফুফাতো ভাইদের সাথে মারামারি হয়েছিলো।এতে আমরা কয়েকজন আহত হয়ে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি ছিলাম।হাসপাতাল থেকে আসার কয়েক দিনের মাথায় এই ঘটনা ঘটে। আমি সবার সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই (ডিউটি অফিসার) শ্রাবণ আহমেদ মুঠোফোন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্ত সাপেক্ষে যথাযথ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *