সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় ৪২টি পূজা মন্ডপে চলছে শারদীয় প্রস্তুতি

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় মোট ৪২টি পূজা মণ্ডপে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি চলছে নানা আয়োজনে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে দেখা যায়, কেন্দুয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা দূর্গা মন্দির ও কান্দিউড়া সাহাপাড়া দূর্গা মন্দিরসহ পূজামণ্ডপগুলোতে পুরোদমে চলছে এই প্রস্তুতি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৪২টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে।গত বছরের চেয়ে এ বছর ৬টি পূজা মণ্ডপ বেশি স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে প্রতিমা নির্মাণ শেষ, রং এর কাজ বাকী, চলছে তোরণ নির্মাণের কাজও।

সবকিছু মিলিয়ে জাগতিক ও পারলৌকিক মঙ্গলের মূলমন্ত্রকে পাথেয় করে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে ওঠবে উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দূর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি।

পূজা মণ্ডপগুলোর মধ্যে কেন্দুয়া পৌরসভায় ৩টি, আশুজিয়ায় ৬টি, দলপায় ২টি, গড়াডোবায় ২টি, গন্ডায় ১টি, সান্দিকোনায় ২টি, মাসকায় ১টি, বলাইশিমুলে ২টি, নওপাড়ায় ৬টি, কান্দিউড়ায় ১টি, চিরাং এ ৫টি, রোয়াইলবাড়ি আমতলায় ৬টি, পাইকুড়ায় ৪টি ও মোজাফরপুর ইউনিয়নে ১টি পূজা মণ্ডপ রয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার মুঠোফোনে বলেন, সব রকম প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিটি পুজা মন্ডপে শান্তি -শৃঙ্খলা বজায় রেখে পুজা উদযাপিত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশ গ্রহণে বাঙালি সম্প্রীতি আরো সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হবে বলে প্রত্যাশা করি।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে বিট পুলিশের সদস্যরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও চৌকিদার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তায় তৎপর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *