সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোণায় বাউল কবি ও সাধক রশিদ উদ্দিনের ৬১তম প্রয়াণ দিবস উদযাপন

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি বাউল সাধক,মালজোড়া বাউল গানের স্রষ্টা রশিদ উদ্দিনের ৬১তম প্রয়াণ দিবস উদযাপিত হয়েছে।

১০ সেপ্টেম্বর (বুধবার) রাতে বাউল সাধক রশিদ উদ্দিন একাডেমির আয়োজনে তাঁর মাজার প্রাঙ্গণ নেত্রকোণা পৌর শহরের বাহিরচাপড়ায় মিলাদ মাহফিল, আলোচনা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন সাধকের জ্যেষ্ঠপুত্র আল আমিন এবং সঞ্চালনা করেন একাডেমির সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক সৈয়দ সময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাডেমির সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আব্দুল ওয়াহাব।এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রোকন উদ্দিন,একাডেমির অর্থ সম্পাদক মো. আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বিপ্লব,সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক প্রণব রায় রাজু প্রমুখ।

বক্তারা বলেন,বাউল সাধক রশিদ উদ্দিন অসংখ্য মরমী গান,দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গান রচনা করেছেন। তাঁর শিষ্যদের মধ্যে ছিলেন বাউল আব্দুল করিম শাহ, জালাল উদ্দিন খাঁ, চাঁন মিয়া, আলী হোসেন সরকারসহ দেশের বহু গুণী শিল্পী। মানবকল্যাণে নিবেদিত এ সাধকের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।নেত্রকোণা তথা বাংলাদেশের গর্ব এই সাধকের কালজয়ী সৃষ্টিগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

অনুষ্ঠান শেষে বাউল হবিল সরকার, ফকির চানসহ স্থানীয় শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *