সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে জুয়া ও অস্ত্র আইনে ৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌর শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

প্রথমে রাত আনুমানিক দেড়টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্রসহ (চাকু, রামদাসহ) সাজ্জাদ তালুকদার (৪৮) নামে একজনকে আটক করা হয় । পরে আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ওয়াশেরপুর গ্রামের আফাজ উদ্দিনের বাড়ি থেকে একই গ্রামের আজিজুল হক (৫৫), ইউসুফ মিয়া (৫০) এবং কান্দিউড়ার এখলাছ মিয়া (২৮) ও নজরুল হক (৫৩)কে ২২হাজার ৩০টাকা, জুয়া খেলার সরঞ্জাম- তাস ও একটি চাদরসহ আটক করা হয় তাদের।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্প ইনচার্জ লে. শাহরিয়ার আহমেদ ও কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, অস্ত্র ও জুয়া আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *