সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোনায় মহাকবি সৈয়দ আলাওল এর জীবন ও সাহিত্য কর্মের ওপর মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

সত্য সুন্দরের জাগো জীবনের প্রত্যাশা এই প্রতিপাদ্যে সংস্কৃতি মঞ্চের আয়োজনে নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হল মহাকবি সৈয়দ আলাওল এর জীবন ও সাহিত্য কর্মের ওপর মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বক্তব্য রাখেন, লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, লেখক প্রফেসর ননী গোপাল সরকার,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, কবি সাজ্জাদ খান, কবি এনামুল হক পলাশ, গল্পকার পূরবী সম্মানিত, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুন, কবি বদিরুজ্জামান,সাহিত্যিক বিনয় দেবনাথ, অচিন্ত গৌস্বামী, মেরিট পন্ডিত প্রমুখ।

এতে বক্তারা বলেন, সৈয়দ আলাওল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মূলত তাঁর পদ্মাবতী কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত. তিনি আরাকান রাজসভার কবি হিসেবে পরিচিত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবিদের মধ্যে তাঁকে শীর্ষস্থান অধিকারী ও ‘শিরোমণি আলাওল’ হিসেবে গণ্য করা হয়।
আলাওল সিংহলদেশীয় রাজকন্যা পদ্মাবতীর উপাখ্যান অবলম্বনে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী রচনা করেন, যা বাংলা সাহিত্যে এক অনন্য শিল্পকর্ম।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ,নেত্রকোনা’র সভাপতি কনক পন্ডিত, স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক খন্দকার ওলিউল্লাহ,সঞ্চালনা করেন আজমেরি ইসলাম, নিশিতা।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *