সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়ায় স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে সচেতনতামূলক প্রচারাভিযান

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় স্বাস্থ্য সেবা মানোন্নয়নে চাই সমতা,জবাবদিহিতা, অংশগ্রহণ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর)দুপুরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে,নেত্রকোণা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণা ও বাংলাদেশ হেলথ ওয়াচ ঢাকা’র সহযোগিতায় এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রহিছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সিনিয়র মেডিকেল এ্যাসিস্ট্যান্ট অফিসার নেত্রকোণা মনিরা হোসেন, জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি কানিজ সুলতানা (মিতু), সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঞা, সদস্য সাংবাদিক মো. রুকন উদ্দিন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ইলা প্রমুখ।

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ১’শ জন শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে অভিমত পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *