সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিস তালাবদ্ধ,চরম ভোগান্তিতে গ্রাহকরা

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ সেবাগ্রহীতারা।

বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিল পরিশোধ ও অন্যান্য সমস্যার সমাধান নিতে আসা গ্রাহকরা অফিসের দরজায় এসে দীর্ঘসময় অপেক্ষা করেও কর্তৃপক্ষের দেখা মিলছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে গ্রাহকরা জানান, হঠাৎ করে অফিস তালাবদ্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে আসা অনেকেই সময়মতো কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন। বিদ্যুৎ যাওয়া আসার নিয়েও অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ বিষয়ে গ্রাহকরা দ্রুত তাদের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “বিদ্যুৎ মানুষের মৌলিক প্রয়োজন,অথচ অফিসে তালা ঝুলিয়ে রাখাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।”

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ ওমর কাইয়ুম জানান,অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গণ ছুটিতে, তবে কিছু সংখ্যক বিভিন্ন সাবষ্টেশনে জরুরী সেবায় নিয়োজিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *