সর্বশেষ
15 Nov 2025, Sat

নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে ভ্রাম্যমান বাউল সংগীত

নেত্রকোনা প্রতিনিধিঃ

“ন্যায্য জ্বালানির অঙ্গীকার,নির্মল বায়ু সবার অধিকার” এ শ্লোগানে এ্যাকশন এইড বাংলাদেশের নেতৃত্বে গঠিত জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সদস্যদের উদ্যোগে নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে জনসচেনতা মূলক ভ্রাম্যমান বাউল সংগীত পরিবেশনে শহর প্রদক্ষিন করে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংগঠনের কর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন,পরিবেশকর্মী অধ্যাপক নাজমুল হাসান,আদর্শ সামাজিক প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাসিম বিল্লাহ,জাগরণ উন্নয়ন সংস্থার সভাপতি এমদাদুল হক চৌধুরী,জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে,এম,এ জামি,পল্লী কল্যান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ সুমন খান,নারী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন্নাহার লিপিসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।

এ সময় বক্তারা বলেন,বাংলাদেশসহ বিশ্বের নিরানব্বই শতাংশ মানুষ প্রধানত কালো ধোঁয়া,সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত বাতাসে শ্বাস গ্রহণ করছে,আর এক্ষেত্রে স্বপ্ন ও মাঝারি আয়ের দেশের মানুষ এধরনের দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ফলশ্রুতিতে,প্রতি বছর সাত মিলিয়ন মানুষ অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বায়ুদূষণ বৈশ্বিক উষ্ণায়নের সাথে নিবিড়ভাবে জড়িত।

বক্তারা আরো বলেন, সম্মিলিতভাবে আমাদেরকে অবশ্যই জীবাশ্ম জ্বালানি,বিশেষ করে কয়লার ব্যবহার যথার্থ ও সমতুল তা পরিমাণে কমিয়ে এনে দূষণমুক্ত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার জোরদার করার পাশাপাশি এই উদ্যোগে কেউ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে। আমাদের বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *