সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় “ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (IWM)” নেত্রকোণা জেলার প্রধান নদীগুলোর সমন্বিত জল সম্পদ ব্যবস্থাপনার উপর সম্ভ্যাবতা শীর্ষক সমীক্ষার অধীনে কেন্দুয়া উপজেলার সমন্বিত পানি ব্যবস্থাপনার উপর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী,কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার,সমাজ সেবা কর্মকর্তা ইউনুছ রহমান রনি, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, নেত্রকোণা পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলি জাকির হোসেন,কেন্দুয়া প্রসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, নেত্রকোণা পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা বৃন্দ,উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গণ-মাধ্যম কর্মী, কৃষক, সুধীজনসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও জনজীবন রক্ষায় পানি উন্নয়ন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্থানীয় নদ-নদী, খাল-বিল ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে নানা প্রস্তাবনা উপস্থাপন করেন এবং স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

বক্তারা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বিভাগের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *