
কেন্দুয়া (নেত্রকোণা) সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দুয়া পৌরসভার একাধিক স্থানে এ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিগুলোর নেতৃত্বে ছিলেন, উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূঞা দুলাল ও ইঞ্জিনিয়ার মোস্তফা -ই সেলিমের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা এবং নবগঠিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকনের নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা।
এর আগে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় কার্যালয়ে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনুসহ অন্যন্য নেতৃবৃন্দ।
