সর্বশেষ
15 Nov 2025, Sat

মদনে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

মদন(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।সোমবার(১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬), পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া (২৭), তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২), বৃ- বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮) ও মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মদন দক্ষিণ পাড়ার একটি ফিসারির ঘর থেকে ৪ জনকে ৪৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের আরেক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার(২ সেপ্টেম্বর)বিকেলে নেত্রকোনার আদালতে পাঠায় পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান,পৃথক দুইটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় নিয়মিত মামলা রজু হয়েছে।গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *