সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা এলাকা ও কলমাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি চালক নূর জামান হত্যার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১। মোঃ রেহাব মিয়া (৪২), ২। মো. সোহাগ মিয়া (৩০) উভয় পিতা-মৃত রাজ আলী, মাতা-হালেমা আক্তার, উভয় সাং-ভাগ্যবপুর বড়বাড়ী (পাচহার), থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা।

পরবর্তীতে উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে হত্যার বিষয়ে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ মূলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। নুর জামান (৩৮) তাহার সিএনজি চালিত অটোরিক্সা চালাইয়া জীবিকা নির্বাহ করতেন।গত ১৯ আগস্ট সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে সিএনজি চালিত অটোরিক্সা চালানোর জন্য অটোরিক্সাসহ বের হন তিনি। ২০ আগস্ট রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় সংবাদ প্রাপ্ত হয়ে কেন্দুয়া থানা পুলিশ কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের দুল্লী সাকিনের দুল্লী ব্রিজ এলাকায় গেলে তথায় একটি সিএনজি চালিত অটোরিক্সা দেখতে পায় এবং গাড়ীর ড্রাইভারের সিটের নিচে ও সামনে একাধিক স্থানে রক্ত মাখা দাগ লাগানো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে আশেপাশে খোঁজাখুজি করিয়া দুল্লী ব্রিজ হইতে অনুমান ১০০ গজ দক্ষিণ পার্শ্বে আদমপুর-দুল্লী যাওয়ার পাকা রাস্তায় পূর্ব পার্শ্বে মরা বিল হাওরে জনৈক হুমায়ুন চেয়ারম্যান এর পুকুরের কচুরি পানার নিচ হইতে কেন্দুয়া থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তখন মৃতের আত্মীয় স্বজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ সনাক্ত করে।পরবর্তীতে উক্ত বিষয়ে মৃতের স্ত্রী বাদী মোছাঃ শিরিন আক্তার (৩২) কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করিলে কেন্দুয়া থানার মামলা নং-১৫, তারিখ: ২০ আগস্ট ২০১৫ খ্রিঃ,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার এসআই/(নিরস্ত্র) মোঃ আঃ জলিল এর উপর হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা মিডিয়া সেলে এক প্রেস নোট এর মাধ্যমে তা নিশ্চিত করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

উল্লেখ্য,এর আগে গত ২১ আগস্ট রাত ৮টা ৫০মিনিটে ১জনকে গ্রেফতার করা হয়। নাম অলি মিয়া (৩০), পিতা- মোঃ আঃ রাজ্জাক, মাতা- ছালেমা, সাং- রাঘবপুর, থানা- কেন্দুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *