
মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলা বিএনপির সদ্য অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ড.রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হয়েছেন।তাঁর বিজয়কে ঘিরে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুযা পৌর শহরে আনন্দমুখর বিজয় মিছিল আয়োজন করা হয়।
মিছিলটি কেন্দুয়া পুরাতন বাসস্ট্যন্ড থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। কর্মীদের স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে।
বিজয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান মাহবুব আলম খান জরিপ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম প্রমুখ।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম হিলালী দলের জন্য যে নির্যাতন, মামলা হামলার স্বীকার হয়েছেন তার ফলস্বরুপ জেলা বিএনপির কাউন্সিলরবৃন্দ ভোটের মাধ্যমে তাঁকে বিজয়ী করেছেন।আমরা দলের নেতাকর্মীবৃন্দের প্রতি চির কৃতজ্ঞ।
বক্তারা আরও বলেন,নেতা-কর্মীদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সংগঠনকে সর্বদা শক্তিশালী ও গতিশীল রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
এসময় উপজেলা,পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ,জাতীয়তাবাদী মনা শত শত জনতা উপস্থিত ছিলেন।
