
ইকবাল ভূইয়া, আটপাড়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলা বিনির্মানে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ।
গত ৮ই জুলাই ২০২০ ইং সালে আটপাড়ায় উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি।যোগদানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত স্মার্ট উপজেলা বিনির্মানে পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
উপজেলার গ্রামীণ অবকাঠামো সহ উন্নয়নমূলক কাজ দ্রুত বরাদ্দ সহ বাস্তবায়নে একনিষ্ঠ ভূমিকা রাখছেন এই কর্ম বিভোর কর্মকর্তা। এমনকি উন্নয়নমূলক কাজের গুণগত মান সঠিক রেখে কাজ তদারকিতে নিজ অফিসের দায়িত্বপ্রাপ্তদের জিরো টলারেন্স ঘোষণায় উপজেলার কাজের গুণগত মানের পরিবেশ ফিরে এসেছে।
তিনি নিজ দায়িত্ব নিয়েই ব্রীজ,রাস্তা নির্মাণ,সংস্কার ও বর্ধিতকরণ সহ বিভিন্ন কাজের প্রস্তাবনা তৈরি করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ সহ বরাদ্দ প্রাপ্তিতে ভূমিকা রাখছেন।
শুধু কার্য সম্পাদনই নয় মান সম্পন্ন কাজ বাস্তবায়নে সুনজর রাখেন তিনি।
দীর্ঘ প্রায় ৬ বছরে উপজেলায় কার্যকালে নিজেকে সব সময় সমালোচনার উর্ধ্বে নিজেকে ধরে রাখতে চেষ্টা করেন এই হাসিমাখা কর্মবিভোর কর্মকর্তা আল মুতাসিম বিল্লাহ।
এমন কি অদ্যবধি পর্যন্ত জনপ্রতিনিধি, ঠিকাদার,বা উপজেলাবাসীর কারোরই তাঁর প্রতি বিরাগভাজন বা অসন্তুষ্ট হতে দেখেনি কেউ। সর্বোপরি কর্মগুণে নিজেকে সমালোচনার উর্ধ্বে রেখেই এখন পর্যন্ত ক্লিন ইমেজ নিজে কাজ করছেন এই কর্ম বিভোর কর্মকর্তা আল মুতাসিম বিল্লাহ। ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের জনক তিনি।
উপজেলায় সাংবাদিক মহলেও তিনি একজন শত কাজের চাপকে উপেক্ষা করে বীরদর্পে এগিয়ে চলা হাসিমাখা একজন মানুষ,নিজ কর্মে বিজয়ী এক কর্মকর্তা।
এই প্রতিবেদককে তিনি জানান,আমি কর্মকে ভালবাসি।আটপাড়াকে নিজ এলাকা মনে করেই নিজ উদ্যোগেই প্রকল্প তৈরি বরাদ্দ এবং কাজের গুণগত মান সঠিক রেখে কাজ তদারকি করাকে আমার দায়িত্ব মনে করি।এই উপজেলার জনগণের কল্যাণের জন্য আমি কিছু করে যেতে পারলে সেটাই হবে আমার সার্থকতা,আমার জন্য সকলেই দোয়া করবেন।
