
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের “গগডা সকাল বাজার পাকা রাস্তা হতে গগডা দক্ষিন পাড়া পর্যন্ত ‘কাবিটা প্রকল্পে’ নামমাত্র কাজ করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য হলুদ মিয়ার বিরুদ্ধে।প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের পাঁয়তারা করছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,কাবিটা প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দকৃত রাস্থায় দৃশ্যমান কাজ হয়নি বললেই চলে, কোথাও অল্প কিছু মাটি কেটে, মাঝে মাঝে কয়েক টুকরা ইটের আদলা ফেলে রাস্তার পূর্ণাঙ্গ কাজ দেখানোর চেষ্ঠা করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে রিপন জানান, প্রকল্পের কাজ সম্পূর্ণ না হলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে বিল উত্তোলন করা হচ্ছে। এ অবস্থায় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছে। এতে সরকারি তহবিলের অপচয় হচ্ছে এবং জনগণের ক্ষোভ বাড়ছে।
স্থানীয় আরো কয়েকজন জানান, গগডা সকাল বাজার হতে গগডা দক্ষিণ পাড়া পর্যন্ত যে রাস্তা আছে সেটাতো এলজিডির আওয়াধীন পাকাকরণ হয়ে গেছে আগেই, শুধু মাত্র পিচ ঢালাই বাকি। তারপর বাকি যতটুকু আছে তাতে সবমিলিয়ে ২০ হাজার টাকারও কাজ হয়নি। সরকারি টাকা আত্মসাৎ করছে প্রকল্পের সভাপতি হলুদ মেম্বার।
প্রকল্পের সভাপতি হলুদ মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, আমার নামে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। প্রকল্পের কাজ এখনও চলমান, সম্পুর্ণ বিল এখনও উত্তোলন করিনি। কাজ শেষ করার পরে পুরো বিল উত্তোলন করবো।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন এবং অনিয়মকারীদের জবাবদিহিতার আওতায় আনা হউক।
