সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি)’র যোগদান ও একান্ত সাক্ষাৎকার

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো.নাঈম উল ইসলাম চৌধুরী।

বুধবার (২৭ আগস্ট)দুপুরে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে জানা যায়,কুমিল্লার চৌদ্দগ্রাম তাঁর নিজ জেলা হলেও জন্ম ও পড়াশোনা সব ঢাকাতেই। তাঁর বাবার নাম মো. নজরুল ইসলাম(তিনি ছিলেন অগ্রণী ব্যাংক হেড অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার) , মায়ের নাম জেবুন নেছা।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন । শিক্ষা জীবন শেষ করে তিনি ৪০তম বিসিএস এর মাধ্যমে প্রথম যোগদান করেন (প্রবেশন পিরিয়ড) বরগুনা ডিসি অফিস।

একান্ত সাক্ষাৎকারে তিনি আরো জানান, নামজারি ও মিসকেসসহ প্রতিটি কাজ এখন অনলাইন ভিত্তিক। কম সময়ে ও খুব অল্প পরিমাণ সরকারি ফি’তে কোন হয়রানি ছাড়াই ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার স্থলাভিষিক্ত হন তিনি।

এ সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে বরণ করে নেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি), উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *