সর্বশেষ
15 Nov 2025, Sat

শামীম নিখোঁজের ৫৩ দিন পর কেন্দুয়ায় গ্রেফতার ১

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম শামীম নিখোঁজের ৫৩দিন ও মামলা রজুর ২৯ দিন পর সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কেন্দুয়া থানার এসআই ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে কথা হলে তা নিশ্চিত করেন তিনি।

জানা গেছে ,তদন্ত কর্মকর্তা কর্তৃক রিকুইজিশন প্রাপ্ত হয়ে র‍্যাব ১৪ গত ২৪ আগস্ট রাত ১২টা ২০মিনিটে গড়াডোবা ইউনিয়নের ডুমডি অর্থাৎ আসামির নিজ গ্রাম থেকে গ্রেফতার ও পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ঐ তারিখেই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কেন্দুয়া থানা পুলিশ।আসামিকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলেও বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিখোঁজের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখ করতঃ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে কোর্টে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের আদেশে ৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায় গত ২৫ জুলাই থানায় মামলা রজু হয়।

মামলা মারফত জানা যায়,গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে এগারোটায় বাদীর নিজ বাড়ি থেকে কাঁচা রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন যুব নেতা শামীম।

এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আরো বলেন, নিখোঁজ শামীমকে উদ্ধার ও উক্ত মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন নিখোঁজের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯)। তাছাড়া গত ৫ জুলাই আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের শামুকজানী নদীর ব্রিজের নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *