সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়ায় বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত‎



মাজহারুল ইসলাম উজ্জ্বল
‎কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।

‎রবিবার(২৪ আগস্ট) দুপুর ৩ টার দিকে কেন্দুয়া উপজেলা বিএনপি’র একাংশের উদ্যোগে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।

‎ ‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সদ্য ঘোষিত কেন্দুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে আত্মীয়করন করে অযোগ্য ব্যক্তিদের পদ দেয়া হয়েছে। ‎এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে, নইলে আমরা কঠিন আন্দোলনে যাব।’

এসময় কমিটি বিলুপ্তির দাবীতে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু,উপজেলা যুবদলের সাংগঠিক সম্পাদক রফিকুল ইসলাম খান রাসেল,সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ,নওপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম (মাজু),চিরাং ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মশিউর রহমান ভুঞা রিটন,জেলা বিএনপি’র সাবেক সদস্য মজনুর রহমান খন্দকার।

এছাড়াও আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল,কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ- সভাপতি রোটারিয়ান নাজমুল হাসান,ইন্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম।এ সময় অসংখ্য নেতাকর্মী একাত্মতা পোষণ করেন।

‎মিছিল শেষে আলোচনার পরিশেষে কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *