সর্বশেষ
15 Nov 2025, Sat

মদনে স্ত্রীকে নির্যাতন করায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ

স্ত্রীকে নির্যাতনের মামলায় নেত্রকোনার মদন পৌরসভার সাবেক কাউন্সিলর দিলোয়ার জাহান সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার(২১ আগস্ট) মদন মাঝপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি(তদন্ত)দেবাংশু কুমার দে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়,মদন পৌর সভার ৫ নম্বর ওর্য়াডের মৃত তাজুল ইসলামের ছেলে দিলোয়ার হোসেন সৈকত তার স্ত্রী প্রিয়াংকা চৌধুরীকে দীর্ঘদিন যাবত নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।এরই প্রেক্ষিতে স্ত্রী প্রিংয়াকার ভাই জাহাঙ্গীর চৌধুরী ১৩ আগষ্ট ২০২৫ ইং তারিখে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আাইনে একটি মামলা দায়ের করেন।এ মামলায় বৃহস্পতিবার সাবেক কাউন্সিলর সৈকতকে মদন থানা পুলিশ গ্রেফতার করে। যার মামলা নং ০৭।তিনি মদন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে জানান, সাবেক কাউন্সিলর সৈকত তার স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করায় ১৩ আগষ্ট তাকে আসামী করে তার শ্যালক জাহাঙ্গীর মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মদন মাঝপাড়া থেকে অভিযান চালিয়ে সৈকতকে গ্রেফতার করা হয়।তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *