সর্বশেষ
14 Nov 2025, Fri

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন ড.রফিকুল ইসলাম হিলালী

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপি’র সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ড.রফিকুল ইসলাম হিলালী।

উক্ত মতবিনিময় সভায় আগামী ৩০ আগস্ট আসন্ন জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,আগামী ৩০ আগস্ট জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।আমি বিগত চার দশক ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আদর্শে উজ্জীবীত হয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত আছি.গত ১৫ বছরে ৫৬টি রাজনৈতিক মামলার আসামী হয়ে গ্রেফতার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি।সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো আমি।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন উত্তাপনের মাধ্যমে কথা বলেন,কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত জেলায় মোট ১৫১৫ জন কাউন্সিলর এবং মোট ১৫টি ইউনিটের প্রতিটি ইউনিটে ১০১ জন কাউন্সিলর রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *