
মদন(নেত্রকোণা)প্রতিনিধিঃ
জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে মদনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ নূরুল আলমের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হাসান চন্দনের সঞ্চালনায বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপি’র আহবায়ক ড়াঃ আনোয়ারুল হক,জেলা বিএনপি’র সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী,সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃশফিকুল ইসলাম সুজা,নেত্রকোণা সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু প্রমুখ।
সভায় সদস্য সচিব হিলালী বলেন, আমার বাপ-দাদার ভিটা মদনে তাই আগামী দ্বি-বার্ষিক সম্মেলনে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচত করার জন্য আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি,আমি বিগত সরকারের সময় অনেক হামলা মামলা ও নির্যাতনের স্বীকার হয়েছি।
জেলার আহবায়ক ডাঃ আনোয়ারুল হক বলেন,আগামী ৩০ আগস্ট জেলা বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলনে আমাকে সভাপতি পদে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে জেলা বিএনপি’র হাতকে শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সাইফ আহম্মদ সেকুল,সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু,সাবেক আহব্বায়ক আব্দুুল হেলিম ভুলু,সাবেক যুগ্ন আহবায়ক আবু তাহের আজাদ, সাবেক যুগ্ন আহবায়ক ফজলে এলাহি টোটন,কামরুল হাসান,আল মনসুরুল আলম আরিফ প্রমুখ।
