সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়া থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া থানা বাৎসরিক পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া থানা পরিদর্শন করেন তিনি।এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেন্দুয়া থানা সার্কেল /সহকারী পুলিশ সুপার ও কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ এবং একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন ।

পরিদর্শনকালে তিনি থানার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এছাড়াও তিনি বৃক্ষরোপণ কর্মসূচিসহ কেন্দুয়া থানার বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে নলকূপ উদ্বোধন করার পাশাপাশি থানার অস্ত্র সংরক্ষণ রুম, ব্যারাক, মসজিদ ও চারপাশ ঘুরে দেখেন।এর আগে তিনি থানা পরিদর্শন বই, মামলা মকদ্দমার রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ ও স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *