সর্বশেষ
14 Nov 2025, Fri

নেত্রকোণা -৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা আজিজুর রহমান 

ইকবাল ভূইয়া, আটপাড়া( নেত্রকোনা) প্রতিনিধিঃ 

নেত্রকোন -৩(কেন্দুয়া- আটপাড়া)  নির্বাচনী এলকার বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয়  মনোনয়ন পেলেন মাওলানা আজিজুর রহমান।রবিবার(১৭ আগষ্ট)বিকাল ৪ ঘটিকায় এই ঘোষণা প্রদান করা হয়।

বাংলাদেশ  খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা মামুনুল হক এঁর  ব্যক্তিগত কার্য্যালয় হতে নেত্রকোনা ২,৩,৪,ও ৫ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

মাওলানা আজিজুর রহমান আটপাড়া উপজেলার মঃ শুনই বড়বাড়ীর মাওলানা মৃত  খাজা খোরশেদ আলম এর ১০ ছেলে মেয়ের মধ্যে সবার বড় সন্তান।তিনি ঐতিহ্যবাহী শুনই দারুস সুন্নাহ কওমী ও হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘ ১৮ বছর মোহতামিমের দায়িত্ব পালন করেছেন।এছাড়াও শুনই ঈদগা মাঠে ৩৪ বছর ধরে  ইমামতি  করছেন।মাওলানা আজিজুর রহমান ও উনার পরিবারের অনেকেই আলেম উলামা হিসেবে এলাকায় পরিচিতি আছে।

মনোনয়ন বিষয়ে যুগ্ম সম্পাদক  মাওলানা সুহাইল আহম্মেদ জানান, মাওলানা আজিজুর রহমান সাহেব কে বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রকোনা-৩(আটপাড়া-কেন্দুয়া)দলীয় মনোনয়ন দেওয়ায় আলেম উলামাদের মাঝে সন্তুষ্টি বিরাজ করছে।সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম বলেন, একজন ক্লিজ ইমেজধারী ব্যক্তি হিসেবে মাওলানা আজিজুর রহমানের বিকল্প নেই।তিনি মনোনয়ন পাওয়ায় সংগঠনের গতি বৃদ্ধি পাবে, অপর দিকে দলও সংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *