সর্বশেষ
14 Nov 2025, Fri

চট্টগ্রাম থেকে ৭ দিন যাবত নিখোঁজ কেন্দুয়ার তারিফ

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃ তারিফ মিয়া (২৩) গত সাত (৭) দিন যাবত নিখোঁজ বলে জানা গেছে পারিবারিক সূত্রে।

বুধবার (১৩ আগস্ট) বেলা দেড়টায় তারিকের মা, দাদি ও অন্যান্যদের সাথে কথা হলে এমন তথ্য নিশ্চিত করেন তারা ।

জানা গেছে, চট্টগ্রামে বসবাসকারী কেন্দুয়ার বহুলী গ্রামের ঠিকাদার আবু শাহিন (৫৫) মিয়ার কাছে গত ৩ বছর যাবত রাজমিস্ত্রীর কাজ করতেন নিখোঁজ তারিফ মিয়া।গত ৭ আগস্ট সকাল আনুমানিক ৭টায় পতেঙ্গার খালপাড় এলাকা থেকে কেন্দুয়ার উদেশ্যে রওনা দেন তারিক।এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

তারিকের মা আনার কলি (৪০) বলেন, আবু শাহিন সম্পর্কে তারিকের চাচা হয়।তারিক গত ৭ আগস্ট খালপাড় এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও এখনো পর্যন্ত বাড়ি আসেনি।তার কাছে মোবাইল না থাকায় যোগাযোগও করতে পারছি না। আমরা এখন কী করবো বুঝতে পারছি না।কেউ তার সন্ধান পেলে ০১৯৪৩৫০৫৫৫৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।

আবু শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তারিক আমার কাছেই থাকতো। বাড়ি যাওয়ার কথা বলে আমার কাছ থেকে সকাল ৭টায় বিদায় নেয়।পরে তার পরিবারের লোকজনের সাথে কথা হলে জানতে পারি সে বাড়ি যায়নি। তিনি আরো বলেন, বিকালে জানতে পাই তারিক বায়জিদ নামে তার এক বন্ধুর বাসায় গিয়েছিলো।এরপর আর বলতে পারি না।অনেক খোঁজাখুঁজি করেছি।অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, থানায় এখন পর্যন্ত কোন ডায়েরি করিনি।

এদিকে বায়জিদের মোবাইল নাম্বারে (০১৯৪৫৮৫৯২২৫) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তারিফ মিয়া যেখান থেকে নিখোঁজ হয়েছেন,প্রথমে ঐ থানায় একটি জিডি করতে হবে।তারপর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *