সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে ৩ জনের অর্থ ও কারাদন্ড

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৩ জনকে আটক নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে রামপুর বাজার ও ৪ টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দলপা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন (৪৯)।তিনি দলপা রামনগর গ্রামের বাসিন্দা মৃত পশর আলীর সন্তান, অপরদিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আরাধন মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৬৫) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে শাকীল (২৪)।তাদেরকে গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক করেন।

অভিযান পরিচালনা করেন নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ইনচার্জ) আল আমিন।অভিযানে গাজাঁসহ সেবনের সরঞ্জামাদি যেমন, কলকি, কাটনি, তামাকপাতা উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আটককৃত ৩ জনকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮/ ৩৬ (৫) দ্বারা অনুযায়ী অর্থদন্ড সহ ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *