
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৯নং নওপাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও নৈতিক শিক্ষার আলো ছড়াচ্ছে কাউরাট দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাদ্রাসাটি ১৯৭৫ ইং সালে কাউরাট গ্রামের নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৩ জন শিক্ষক ৩১৭ জন শিক্ষার্থীকে একাডেমিক ও নৈতিক শিক্ষা প্রদান করছেন। চলতি বছর দাখিল পরীক্ষায় ৪৯ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ২ টি ‘এ প্লাস’ সহ ৩৭ জন কৃতকার্য হয়,পাসের হার ৭৫%।
স্থানীয় অভিভাবকগণ জানান, মাদ্রাসাটি অত্র এলাকায় অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এবং খুবই সুশৃঙ্খল ও নিয়মিতভাবে একাডেমিক ও নৈতিক শিক্ষা প্রদান করছেন শিক্ষকগণ। ফলাফলের দিক থেকেও পিছিয়ে নেই।
মাদ্রাসার সুপার মো. মোখলেছুর রহমান বলেন, মাদ্রাসাটি প্রত্যন্ত অঞ্চলে হলেও শিক্ষার মানের দিক দিয়ে বিবেচনা করলে অত্যন্ত ভালো। আর এটা সম্ভব হয়েছে শিক্ষক, অভিভাবক, স্থানীয়বাসিন্দা ও শিক্ষা সংশ্লিষ্টদের ভালো মনোভাবের ফলে। ইতিমধ্যে আলিম, ফাজিল, কামিল ও কারিগরি শাখা অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।
তবে প্রতিষ্ঠানটিতে শিক্ষক, কর্মচারী, সীমানা বাউন্ডারি গেট সহ, নামাজ খানা এবং একাডেমিক ভবনের সংকট রয়েছে।
