সর্বশেষ
13 Nov 2025, Thu

নেত্রকোণা সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত:সভাপতি মজিবুর-সাধারণ সম্পাদক সেন্টু

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)নেত্রকোণা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট)স্থানীয় পাবলিক হলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা.মোঃআনোয়ারুল হক।

নেত্রকোণা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ মজিবুর রহমান খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপি’র সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.মোঃ রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড.আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল,বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু,সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে ৮৫২ জন কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে মোঃমজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক পদে তাজ উদ্দিন ফারাস সেন্টু নির্বাচিত হয়েছেন।

জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক ডা.মোঃআনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় নব নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।মোঃমজিবুর রহমান খান আনারস প্রতীক নিয়ে ৪২৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন ও তাজ উদ্দিন ফারাস সেন্টু ফুটবল প্রতীক নিয়ে ৪৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

নেত্রকোণা সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মোঃ মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু তাঁদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সম্মেলনে বিএনপি’র সকল কাউন্সিলর,নেতাকর্মীদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য তৃণমূলে গণসংযোগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকল কে আহ্বান জানান এবং ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব দিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *