
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ার মোহাম্মদ আবুল কাশেম বাঙালী সৌদি আরবে পবিত্র হজ্জ পালন করতে গিয়ে ইন্তেকাল ফরমাইয়াছেন।
শুক্রবার (৮ আগস্ট) বাদ আছর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যুর খবর পান তাঁর পরিবার।
মোহাম্মদ আবুল কাশেম বাঙালী মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।
জানা গেছে,গত ৩০ মে তিনি পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবে যাওয়ার ৩ দিন পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মূল হজ্জের আনুষ্ঠানিকতা শেষ করতে পারলেও তিনি আনুসঙ্গিক কিছু কার্যাদি স্বশরীরে পালন করতে পারেননি। এক পর্যায়ে অসুস্থতা আরো বাড়লে
জুনের ৮/৯ তারিখে ওখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সৌদি আরব প্রবাসী কেন্দুয়ার মো. শাহ আলম ভূঞার সাথে কথা হলে তিনি বলেন, মক্কা সেন্টার ক্লিনিকে তিনি দুই মাস ভর্তি ছিলেন।তিনি আরো বলেন, প্রায় ৯৯% হজ্জ যাত্রীর মৃত্যুর পর সৌদি আরবেই কবরস্থ করা হয়ে থাকে।
এ বিষয়ে মরহুমের ছেলে বায়েজিদ বাঙালি মুঠোফোনে জানান, হজ্জে যাওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন, বাবা।মূলত তিনি ৭ আগস্ট মারা গেলেও আমরা খবর পেয়েছি আজ।বাবাকে ওখানেই সমাধিস্থ করা হবে।
