
ইকবাল ভূইয়া, আটপাড়া,(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি নেতা তৌছিফুল ইসলাম খান এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়,সোমবার(৫আগষ্ট) সারা দেশের ন্যায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে একটি মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল শেষে উপজেলা খেলার মাঠে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে হঠাৎ কয়েক জন দলীয় নেতাকর্মী উপজেলা পরিষদের দলীয় নমিনী ও বিএনপি নেতা তৌছিফুল ইসলাম খান এর উপর হামলা করলে তিনি মাটিতে পড়ে যান। ফলে পায়ের হাঁটুতে গুরুতর আহত হন।
অহেতুক সৃষ্ট হামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জহিরুল ইসলাম খান মাজু এঁর ছেলে এলাকার প্রিয় নেতা তৌছিফুল ইসলাম খান আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(৭আগষ্ট)বিকাল ৪ ঘটিকায় উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে দোষী ব্যাক্তিদের সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানানো হয়। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মাছুম চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নাই,আমার চাচী মারা যাওয়ায় আমার মোবাইল বন্ধ ছিল।
আহত বিএনপি নেতা তৌছিফুল ইসলাম খান এর সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
