
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোণার কেন্দুয়ায় জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র – জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট)বিকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে কেন্দুয়া পৌর শহরে পৃথক পৃথকভাবে একাধিক বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য,জেলা বিএনপি’র সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে প্রথম বিজয় মিছিলটি কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমাবেশে পরিণত হয়।
অন্যদিকে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালের নেতৃত্বে অগ্রণী ব্যাংক সংলগ্ন ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় থেকে একাংশের একটি বিজয় মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে ফিরে আসে।
এছাড়াও বৃষ্টি উপেক্ষা করে উপজেলা জামায়াতের নেতৃত্বেও একটি আনন্দ মিছিল বের হয় সকালের দিকে।
এ সময় উপজেলার পৌর শহর, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিভিন্ন ঝটিকা মিছিল নিয়ে এসে যোগ দেয় অসংখ্য নেতাকর্মী।
