
ইকবাল ভূইয়া,আটপাড়া(নেত্রকোণা)
প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়ায় সারা দেশের ন্যায় ৫ জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিজয় র্যালী সহ আলোচনা সভার আয়োজন করে।
দিবসটিকে কেন্দ্র করে বিএনপি’র ইতিপূর্বে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিলের পর উপজেলা খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী,উপজেলা বিএনপি’র সভাপতি মাছুম চৌধুরী সহ জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিকেল ৪ ঘটিকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিজয় র্যালী বের হয়।র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এক পথ সভায় মিলিত হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন একদিল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
