
ইকবাল ভূইয়া,আটপাড়া
(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে বিনামূল্যে ব্লাড টেস্ট ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৪আগষ্ট)বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এদিন আটপাড়া ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে ৩৭০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এই রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় কার্যক্রম পরিদর্শনে আসেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিলুফার নাসরিন।
এ সময় আরো উপস্থিত ছিলেম, সংগঠনের পরিচালক মোহাম্মদউল্লাহ খান তন্ময়, পরিচালক পিয়াদ মাহদী, সহকারী পরিচালক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
