
ইকবাল ভূইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরের ১কিঃমিঃ রাস্তায় খানাখন্দে ভরপুর হওয়ায় যান চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারী মানুষ।
রাস্তাটিতে সরেজমিেন ঘুরে দেখা যায়,এল জি ই ডি’র উপজেলার প্রশিকা মোড় হতে নেত্রকোনা রাস্তায় কেন্দ্রীয় মন্দির,থানার মোড়,মাল্টিপারপাস হল রুম সংলগ্ন, প্রেস ক্লাব,বাস্ট্যান্ড,ও সেতুর বাজার বারহাট্রা রাস্তায় এমন চিত্রই ফুটে উটেছে।
রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা জানান, রাস্তা নির্মাণের পর এরকম বেহালদশার সৃষ্টি কখনও হয়নি। দীর্ঘদিন যাবত রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়াতে যান চলাচলে আমরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছি।
অনেক সময় খানাখন্দে মোটরসাইকেল,অটো উল্টে গিয়ে যাত্রীরা মারাত্মক ভাবে আহত হচ্ছে।
এ বিষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসক শংকর চৌধুরী জানান,আমার দোকান সংলগ্ন রাস্তায় সৃষ্ট খানাখন্দে অনেক সময় অটো,রিস্কা মোটরসাইকেল উল্টে পড়ে যেয়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন। দ্রুত এর সংস্কার জরুরি।
কথা হয় উপজেলা সহকারী প্রোকৌশলী সায়েল মিয়া’র সাথে।তিনি জানান,আটপাড়া-নেত্রকোনা রাস্তার ৯ কিঃমি রাস্তার মধ্যে ৩ কিঃমিঃ রাস্তার কাজ চলমান। বাকী ৩ কিঃমিঃ রাস্তার কাজ ডিসেম্বর/জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।অবশিষ্ট ৩ কিঃমিঃ রাস্তার কাজ আগামী বছর শুরু হবে। রাস্তার খানাখন্দ জরুরী ভিত্তিতে সংস্কারের বিষয়ে তিনি আরো জানান, জেলা নির্বাহী প্রকৌশলীর বরাবর জরুরি ভিত্তিতে মোবাইল মেইনটেনেন্স বরাদ্ধের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে।বরাদ্ধ সাপেক্ষে সৃষ্ট খানা খন্দের সংস্কার করা হবে।
