
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভাধীন সায়মা শাহজাহান একাডেমী মাঠে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার (১আগস্ট) বিকেলে এক মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্টার ইউনিয়ন-11 বনাম রেসিং লায়ন-11 এর মধ্যে চমৎকার খেলা দর্শকদের উপহার দেন দুই দলের খেলোয়াড়েরা।
খেলায় উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
এছাড়াও উপস্থিত ছিলেন সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, মাসকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল হাসান সুমন, বীর মুক্তিযোদ্ধা লাল চান মিয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার, সদস্য সচিব সাইফুল আলম খান শান্তি, যুবনেতা আসাদুজ্জামান খোকা,সাবেক ছাত্রনেতা মামুন অর রশীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ভূঞা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং ফুটবল প্রেমী আগত দর্শকগণ।
নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ট্রাইবেকারে রেসিং লায়ন-11 বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দল, রানারআপ, ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
