
সৈয়দ সময়,নেএকোণাঃ
নেএকোণা জেলা সদরের ৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বালী মহিষাটী দাখিল মাদ্রাসার উন্নয়নমূলক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোঃমুজিবুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালী মহিষাটী দাখিল মাদ্রাসার সভাপতি মো: সাদেক মিয়া। এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সভাপতি মো: সাদেক মিয়া বলেন, একাডেমিক ভবনে অনেক টিন অকেজো হয়ে গেছে।মাদ্রাসার ঘর মেরামত করার জন্য জেলা পরিষদে আবেদন করেছি।রাস্তা সংস্কারের জন্য চেষ্টা করছি।আশা করি ২০২৫-২৬ অর্থ বছরে এই কাজগুলো সম্পন্ন করতে পারব।
তিনি সকল শিক্ষক ও সদস্যদের মাদ্রাসার শিক্ষার্থী বাড়াতে জোর দাগিদ দেন এবং পাশাপাশি শিক্ষকদেরকে পাঠদানে দায়িত্বশীল ভূমিকা রাখতে নির্দেশ প্রদান করেন।
পরে বৃক্ষ রোপন কর্মসূচীতে
মাদ্রাসা প্রাঙ্গণে ঔষধি ,ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।এ সময় শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
