সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়ায় সাবেক সংসদ সদস্য মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু’র দাফন সম্পন্ন

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু’র দাফন সম্পন্ন হয়েছে।

মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু’র প্রথম জানাজা সোমবার (২৮ জুলাই) বাদ মাগরিব রাজধানী ঢাকার কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদ, দ্বিতীয় জানাজা মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে, তৃতীয় জানাজা বেলা সোয়া দুইটায় নেত্রকোণার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবং সর্বশেষ চতুর্থ জানাজা বাদ আছর আশুজিয়া ইউনিয়নের জয়নাথ করোনেশন ইনস্টিটিউট খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর মরহুমের নিজ বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার এঁর ভাগনে মো. জাকির আলম (প্রবাল) জানান, তাঁর মামা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি (২৮ জুলাই) আনুমানিক সকাল ১১ টার দিকে রাজধানী ঢাকার নিকুঞ্জের বাসায় হঠাৎ অসুস্থতবোধ করলে দ্রুত তাঁকে রাজধানীর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই বেলা দেড়টার দিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোণা জেলা আ’লীগের সাবেক সদস্য। তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পরবর্তীতে নেত্রকোণা-৩ আসন থেকে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলকে পরাজিত করে তিনি বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদে যান।

কিন্তু গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় তাঁর স্বতন্ত্র সংসদ সদস্যের পদটি বিলুপ্ত হয়।

এদিকে মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ, কফিনে পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয় প্রেসক্লাবের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *